সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে ২০২৫ সালে দক্ষ কর্মী হিসেবে এইচ-১বি ভিসায় যাওয়ার জন্য অনলাইনে আবেদনের সময় তিনদিন বাড়িয়েছে দেশটির সরকার।
আবেদনের প্রাথমিক সময়সীমা ২২ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও এখন ২৫ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী ব্যক্তিদের নিচের লিংকে অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে:
https://www.uscis.gov/working-in-the-united-states/temporary-workers/h-1b-specialty-occupations-and-fashion-models/h-1b-electronic-registration-process?fbclid=IwAR0k-Yve1QAi_630kmtLSuVKzGvNFEq_k3SM5ER97owKAtUCIz-LzoMfd04
এই লিংকটি পাঠিয়ে ওয়েবসাইটটি সঠিক কি না, এমন প্রশ্নের জবাবে ঢাকায় মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা বলেন, এটি একটি সরকারি ওয়েবসাইট। এতে আস্থা রাখা যায়।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন