রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় ১৫ জনকে হত্যার ভয়াবহ ভিডিও প্রকাশ

বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ ওরলিন্সের বোরবন স্ট্রিটে গাড়ি চাপায় ১৫ জনকে হত্যার ভয়াবহ ভিডিও সামনে এসেছে। ইংরেজি নতুন বছর উদযাপনে সেখানে জড়ো হয়েছিলেন নিহতরা। হামলাটি চালিয়েছেন শামসুদ্দিন জাবের নামের এক সাবেক মার্কিন সেনা। তবে পুলিশ তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে বলেছে, তার গাড়িতে জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের পতাকা পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জাবেরের সাদা রঙের গাড়িটি ক্যানাল স্ট্রিটে জ্যামে পড়েছে। জ্যাম ছাড়ার পর হঠাৎ করে তিনি প্রচণ্ড জোরে ইউটার্ন নিয়ে বারবোর্ন স্ট্রিটের দিকে যান।

অপর এক ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িটি সর্বোচ্চ বেগে ফ্রেঞ্চ কোয়ার্টারের সামনের রাস্তা দিয়ে যাচ্ছে। ওই সময় পার্টিতে আসা সাধারণ মানুষ জীবন বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন।

তার এই গাড়ির ধাক্কায় ১৫ জন নিহত হওয়ার পাশাপাশি অসংখ্য মানুষ আহত হয়েছেন। পুলিশ বলছে, এই হামলায় জাবেরের সঙ্গে আরও কয়েকজন জড়িত ছিল। কারণ ঘটনাস্থলের আশপাশ থেকে তিনটি পাইপ বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া জাবেরের গাড়িতেও এমন একটি বোমা পাওয়া গেছে।

হামলার ঘটনা ঘটে রাত ৩টা ১৫ মিনিটের দিকে। জনপ্রিয় এ স্থানে নতুন বছর উদযাপন করতে অনেক মানুষ জড়ো হন। গাড়ি চাপা দিয়ে মানুষকে হত্যার পর জাবের বের হয়ে গুলি চালানো শুরু করেন। ওই সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটিকে ঘৃন্য হামলা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, হামলার আগে জাবের অনলাইনে যেসব ভিডিও পোস্ট করেছেন তাতে বোঝা যাচ্ছে, তিনি আইএসআইএসের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। এছাড়া লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের সামনে টেসলার বৈদ্যুতিক গাড়ি বিস্ফোরিত হয়। এই গাড়ি বিস্ফোরণের সঙ্গে ওই হামলার সংযোগ আছে কি না সেটি খুঁজে দেখার নির্দেশ দিয়েছেন বাইডেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন