সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৫৩তম মহান বিজয় দিবস পালন করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেষ্টুরেন্ট মিলনায়তনে এই দিবস পালন করা হয়।
সংগঠনের সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় এতে কয়েকজন অতিথি অংশ নেন।
খোঁজ নিয়ে জানা যায়, এই অতিথিরাই ছিলেন অনুষ্ঠানের শ্রোতা। অতিথিদের বাহিরে তেমন কোন কর্মী এই অনুষ্ঠানে অংশ নেয়নি। প্রতিবছরের মতো এবারও কয়েকজনকে নিয়ে বিজয় দিবস পালন করে সংগঠনটি। পরবর্তীতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু বড়সর আয়োজন দেখিয়ে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করে।
বিষয়টিকে এক ধরনের প্রতারণা হিসেবে দেখছেন সংগঠনেরই অনেকে। কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরে একইভাবে দায়সারা আয়োজনে বিজয় দিবস পালন করে আসছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। একই ব্যক্তিদের নিয়েই আয়োজন করা হয় এই অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তিতে অতিথিদের যে সারির ছবি পাঠানো হয়, এর বাহিরে তেমন কোন উপস্থিতি থাকে না।
এদিকে সংগঠনের সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা জসিম চৌধুরী, উপদেষ্টা মো. আলী, জাপার সিনিয়র সহসভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহসভাপতি ডা. মোহাং সেলিম আহমেদ, সহসভাপতি শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, কোষাধ্যক্ষ জি. এম ইলিয়াস, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, জাতীয় ছাত্র সমাজের সভপতি মোহাং ফয়েজ উদ্দিন, যুব সম্পাদক আবদুল মোতালেব, সমাজ কল্যাণ সম্পাদক মো. মুসলিম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভার শুরুতে ৭১ সালে যারা যুদ্ধে নিজের জীবন ত্যাগ করেন তাহাদের আত্যার মাগফেরাত কামনা করা হয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন