বুধবার, ১২ মার্চ ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রে টাকা দিলেই মিলছে ফেসবুকের ব্লু ব্যাজ

রবিবার, মার্চ ১৯, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রে টাকার বিনিময়ে ব্লু ব্যাজ প্রদান করছে ফেসবুক কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর তৃতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে এই ব্যবস্থা চালু করল প্রতিষ্ঠানটি। তবে এই সুযোগ শুধুমাত্র ১৮ বছরের বেশি নাগরিকরা পাবেন।

ফেসবুক সূত্রে জানা যায়, এই ভেরিফায়েড সুবিধা পেতে ওয়েব সংস্করণে প্রতি মাসে ১২ মার্কিন ডলার এবং আইওএস সংস্করণে ১৫ মার্কিন ডলার ব্যয় করতে হবে। এর মাধ্যমে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার পাশাপাশি বাড়তি নিরাপত্তাসুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্যবহারকারীরা। শুধু ১৮ বছর বয়সী ব্যবহারকারীরা সরকারি পরিচয়পত্র জমা দিয়ে নীল টিক যুক্ত করতে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় খুদে ব্লগ লেখার সাইট টুইটারের আদলে ‘মেটা ভেরিফায়েড’ নামের এ উদ্যোগ চালু করেছে ফেসবুক।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন বা গ্রাহকসেবা চালু করা হবে। এরপর গত মাসেই পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অর্থের বিনিময়ে নীল টিক সুবিধা চালুর কার্যক্রম শুরু করে মেটা। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এ সুবিধা চালু করা হবে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন