মার্কিন যুক্তরাষ্ট্রে সমকামী, ট্রান্সজেন্ডার ও বর্ণবাদীদের বিষয়বস্তু উল্লেখ থাকায় শতাধিক বিই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন (এএলএ) বিষয়টি নিশ্চিত করে।
এএলএ জানায়, এলজিবিটিকিউ জনগোষ্ঠী ও বর্ণবাদসহ নানা কারণে এসব বই নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের স্কুল ও লাইব্রেরিগুলোতে এসব বই আর দেখা যাবে না।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে ১৭টি অঙ্গরাজ্যে ১০০টিরও বেশি বই নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এ অঙ্গরাজ্যগুলো হলো কলোরাডো, কানেকটিকাট, ফ্লোরিডা, ইডাহো, ইলিনয়, আইওয়া, কেনটাকি, ম্যারিল্যান্ড, মিজৌরি, নর্থ ক্যারোলিনা, ওহাইও, পেনসিলভানিয়া, টেনেসি, টেক্সাস, ইউটাহ, ভার্জিনিয়া ও উইসকনসিন।
এএলএ অনুসারে, ২০২৩ সালে সেন্সরশিপের জন্য ৪ হাজার ২৪০টি আলাদা বই তালিকাভুক্ত করা হয়, যা এর আগের দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২২ সালে ২ হাজার ৫৭১টি বই এবং ২০২১ সালে ১ হাজার ৬৫১টি বই সেন্সরশিপের আওতায় আনা হয়েছিল। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ৬৫ শতাংশ বেশি বই সেন্সর করা হয়েছে।
এ ছাড়া গত বছর লাইব্রেরির বিভিন্ন বই, শিক্ষা উপকরণ ও অন্যান্য জিনিস নিষিদ্ধ করার বিষয়ে ১ হাজার ২৪৭টি দাবি নথিভুক্ত করেছে সংস্থাটি। এএলএ বলছে, তারা আগামী এপ্রিলে সেন্সরশিপের আওতায় থাকা সবচেয়ে বেশি সংখ্যক বইয়ের তালিকা প্রকাশ করবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রজুড়ে, বিশেষ করে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলোতে ধর্মীয়-রাজনৈতিক সক্রিয়তা জোরদার হওয়ায় বই নিষিদ্ধ আন্দোলন জোরদার হয়েছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন