নিজস্ব প্রতিবেদক: বছরের প্রথম তুষারপাতের মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য। নিউইয়র্কসহ নিউ জার্সি , লং আইল্যান্ড , লোয়ার হাডসন ভ্যালি এবং কানেকটিকাটের বেশিরভাগ অংশে মাঝারি থেকে ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে। এতে ১০-১২ ইঞ্চির বেশি বরফের স্তরে ঢেকে যায় রাস্তাঘাট।
স্থানীয় সময় বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি) মধ্যরাত থেকে শুরু হওয়া তুষারপাত চলে শুক্রবার দুপুর পর্যন্ত। দশ ঘণ্টার বিরামহীন তুষারপাতে ইতোমধ্যে অন্তত শতাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। রাস্তায় যানবাহন আটকে আছে, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস বন্ধসহ বহু ফ্লাইটের সময়সূচি বাতিল করা হয়েছে। এছাড়া এসময় বন্ধ ছিলো বেশ কিছু করোনা পরীক্ষাকেন্দ্র। চলতি বছরে এটাই প্রথম বড় তুষারপাত বলে স্থানীয়রা উল্লেখ করেছেন।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস আগেই আশঙ্কা করেছিলো তুষারপাতে যাতায়াত বিপজ্জনক হতে পারে। তাই নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ একটি ভ্রমণ পরামর্শ জারি করে। ওই পরামর্শে, নিউইয়র্কবাসীদের ভ্রমণ সীমিত করা এবং তীব্র আবহাওয়ার সময় বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়।
এইদিকে তুষারপাতের সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাস অধিকাংশ বাসিন্দাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। তুষারপাত চলাকালে তাপমাত্রা ছিল অনেক কম। তবে বাতাসের কারণে ঠাণ্ডা আরও বেশি অনুভূত হচ্ছে। এই সময়ে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৫০ মাইল।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন