সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে প্রথম ‘ওমিক্রন’ শনাক্ত

বৃহস্পতিবার, ডিসেম্বর ২, ২০২১

প্রিন্ট করুন
dr Fauci1 2112021149 1

নিউইয়র্ক: বিগত বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে সর্ব্বোচ্চ করোনা রোগী শনাক্ত হচ্ছে। এবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। ওমিক্রন ভ্যারিয়েন্টে শনাক্ত ওই ব্যক্তি পূর্ণ ডোজ টিকাপ্রাপ্ত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরের করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। 

জানা যায়, এই ব্যক্তি ২২শে নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং সোমবার ২৯ নভেম্বর তার করোনা পজেটিভ আসে। 

ড. অ্যান্থনি ফাউসি জানান, তার করোনার লক্ষণ ছিলো মৃদু, তিনি নিজেই কোয়ারেন্টিনে গিয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছিলো তাদের করোনা টেস্ট করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে। ফাউসি বলেন, ওই ব্যক্তির করোনার দুটো টিকা নেওয়া ছিলো তবে তিনি এখনো বুস্টার ডোজ নেননি।

এদিকে ওমিক্রন নিয়ে গেলো সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ওমিক্রন কোন আতঙ্কের কারণ নয় বরং ওমিক্রন প্রতিরোধ করতে দরকার সচেতনতা।  আমাদের এই নতুন হুমকির মুখোমুখি হতে হবে যেমনটি আমরা এর আগে করে এসেছি।
এছাড়া আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষার নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রন ও প্রতিরোধ কেন্দ্রের এক নির্দেশনায় এয়ারলাইন্সগুলোকে আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে আনা যাত্রীদের নামের তালিকা আগেই সরবরাহের কথা বলা হয়েছে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রনকে আনুষ্ঠানিকভাবে উদ্বেগজনক ভেরিয়েন্ট হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।

এইদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এসময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ ২০ হাজার ৪৪১ জন। আর এক হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে চার কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন আট লাখ ৫ হাজার ৪ জন।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন