শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শেখ গালিবের সাফল্য

বৃহস্পতিবার, এপ্রিল ১, ২০২১

প্রিন্ট করুন
g1

নিজ মেধা মননের বিকাশ ঘটিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে নিজের অবস্থান সুদৃঢ় করে নিয়েছেন বাংলাদেশি আমেরিকান শেখ গালিব রহমান। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে ও কমিউনিটির মানুষের পাশে থাকতে করে যাচ্ছেন কঠোর পরিশ্রম। সম্প্রতি তিনি CISSP কর্পোরেট সাইবার সিকিউরিটি সার্টিফিকেট লাভ করেছেন। CISSP বা সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনাল হচ্ছে সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সার্টিফিকেট। ISC2 অর্গানাইজেশন খুব কড়াকড়িভাবে এবং সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এই পরীক্ষাটি নিয়ে থাকে। টানা ৬ ঘন্টা ধরে চলে পরীক্ষাগুলি। এবং পুরোটা সময়জুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ISC2 এর পরীক্ষকরা পর্যবেক্ষন করে থাকেন। ISC2 এর ওয়েবসাইট থেকে জানা যায়

পৃথিবীর ১৭০ টি দেশের মধ্যে CISSP সার্টিফিকেটধারীর সংখ্যা ১৪৭,৫৯১ জনের। যার মধ্যে ৯২,৯৩৮ জন আমেরিকায়, ২৭২৭ জন ভারতে এবং মাত্র ২২ জন রয়েছেন বাংলাদেশে। একজন বাংলাদেশি-আমেরিকান হিসেবে CISSP সার্টিফিকেট অর্জন করতে পারায় কমিউনিউটির মুখ তিনি উজ্জ্বল করেছেন বলে মন্তব্য করেছেন একাধিক প্রবাসী বাংলাদেশি আমেরিকান।

এব্যাপারে জানতে চাইলে শেখ গালিব রহমান জানান, এটি আমার জীবনের সবচেয়ে কঠিন এবং কড়া পরীক্ষা ছিল। তবে উত্তীর্ন হতে পেরে সত্যিই খুব আনন্দ লাগছে। এসময় তিনি তার বাবা-মা এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আসুন আমরা একটি কমিউনিটি তৈরি করি এবং আমাদের আরও অনেককে CISSP সার্টিফিকেট পেতে সহায়তা করি।

উল্লেখ্য দেড় যুগেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন শেখ গালিব রহমান। মহামারি করোনাকালীন সময়ে কমিউনিটির মানুষের পাশে থাকার স্বিকৃতি স্বরুপ লাভ করেছেন কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি মেইনস্ট্রিম আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রান্সফোটেক একাডেমির সিইও অ্যান্ড ফাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন