সিএন প্রতিবেদন: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় গিয়াস আহমেদকে জমকালো সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা জেলার বাসিন্দারা।
সোমবার (৮ মে) রাতে নিউইয়র্কের উডসাইডের একটি মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সর্বস্তরের দলীয় নেতাকর্মী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবীর খোকন।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক হেলাল খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদ্য মনোনীত সদস্য জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান ভূইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া প্রমুখ।
অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এম আজীজ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, এডভোকেট জামাল আহমেদ জনি, এমদাদুল হক কামাল, বাবুল চৌধুরী প্রমুখ।
এছাড়া আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, সেলিম রেজা, এম সোহরাওয়ার্দী, প্রমুখ।
সাবেক ছাত্রনেতা আব্দুল বাসেতের সভাপতিত্বে এবং বিএনপি’দর সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ও সংবর্ধনা আয়োজক কমিটির সদস্য সচিব সোহরাব হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সভায় অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী আজহারুল হক মিলন, মাজহারুল ইসলাম, রিপন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা যুক্তরাষ্ট্র বিএনপির কর্মকান্ডের প্রশংসা করেন। পাশাপাশি শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত ঐক্যদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন