শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রে ব্রাক্ষণবাড়িয়া কমিউনিটির ইফতার ও দোয়া মাহফিল

বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্র ব্রাক্ষণবাড়িয়ার কমিউনিটি অব নর্থ আমেরিকা ইনক এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ব্রাক্ষণবাড়িয়াবাসী উপস্থিত ছিলেন।

রোববার (২ এপ্রিল) জ্যামাইকায় হালাল ডাইনার রেষ্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. শাহ মোয়াজ্জেমের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনার খান। অনুষ্ঠানে কুরআন তেলোয়াত করেন হাফেজ মো. সোহাগ মিয়া।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কমিউনিটির সভাপতি মো. শাহ মোয়াজ্জেম, প্রধান উপদেষ্টা সহিদুর রহমান, (সাবেক এমপি), উপদেষ্টা হাজী আবু মুসা খান, আইয়ুব চৌধুরী হারুন, প্রফেসর নোয়াব মিয়া, মো. রইজ উদ্দিন, শাহীনুর রহমান (সানি), আনোয়ার হোসেন তালুকদার (স্বপন), সাকির খান, মানিকগঞ্জ জেলা সোসাইটির সভাপতি লুৎফর রহমান, নারায়নগঞ্জ জেলা সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফয়সাল হক (দোলন), কসবা উপজেলা সোসাইটির সাধারন সম্পাদক মো. ফরহাদ উদ্দীন ও জাকির খন্দকার প্রমুখ।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন