নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে বন্যার হওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া বৃষ্টিপাতে সড়কগুলো পিচ্ছিল হয়ে যাওয়ায় বেড়েছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও। তাই গাড়ি চালকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) সকালে নিউজার্সি, কুইন্স, ব্রুকলিনস ত্রি-রাজ্য এলাকায় এ বৃষ্টিপাত হয়৷
স্থানীয়রা জানান, মশুলধারে বৃষ্টি হওয়া অনেক সড়কে পানি উঠে গেছে। আবার কিছু কিছু স্থানে বন্যা সৃষ্টিরও উপক্রম হয়েছে। এছাড়া বৃষ্টির সাথে বাতাসও ছিলো বেশ বেগে।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টিপাত একাধিক সড়কে যানচলাচলে বিঘ্ন হচ্ছে৷ তবে ট্রাফিক পুলিশ সড়ক সচল রাখতে কাজ করছে।
এইদিকে আবহাওয়া অধিদপ্তরের আরও বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন