বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণ চলছে

বুধবার, নভেম্বর ৬, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্সিয়াল নির্বাচন। স্থানীয় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। যা বিভিন্ন টাইমজোন অনুযায়ী বিকেল পর্যন্ত চলবে। নির্বচনে রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার ফ্লোরিডার মর্টন ও বারবারা রিক্রিয়েশন সেন্টার ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন রিপাবলিকান পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার ভোটার কমালা হ্যারিস ডাকযোগে ভোট দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে। ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা প্রায় ২৪ কোটি, তারমধ্যে ১৬ কোটির মত ভোটার এবার ভোট দিতে নিবন্ধন করেছেন। আগাম ভোট দিয়ে ফেলেছেন ৮ কোটি ২০ লাখের বেশি ভোটার।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলো এবং উচ্চকক্ষ সেনেটের ১০০ আসনের ৩৪টিতেও একইসঙ্গে ভোট হচ্ছে।

Views: 5

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন