নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে দীর্ঘ আইনি লড়াই শেষে গ্রিন কার্ড বা ল’ ফুল পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস পেয়েছেন আরও এক প্রবাসী। পুরো প্রক্রিয়ায় আইনি সহায়তা দেয় নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস।
প্রতিষ্ঠানটির আইনজীবীরা জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ ‘রিমুভাল অর্ডার’জারি ছিল। গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস তার পক্ষে আদালতে মোশন টু রিওপেন (মামলাটি পুনরায় খোলার আবেদন) দাখিল করে, যা আদালত অনুমোদন করে। এরপর প্রতিষ্ঠানটি মোশন টু ডিসমিস (মামলাটি খারিজের আবেদন) দাখিল করে এবং সেটিও মঞ্জুর হয়। পরবর্তী ধাপে ইউএসসিআইএসে গ্রিন কার্ডের আবেদন করা হয়, যা শেষ পর্যন্ত অনুমোদিত হয়।
অ্যাটর্নি নরেশ গেহি বলেন, “এ ধরনের মামলা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। তবে আমরা সবসময় মানবিক দৃষ্টিকোণ থেকে সঠিক আইনি সহায়তা দিতে চেষ্টা করি, যেন কেউ অযথা ভোগান্তির শিকার না হন।”
নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ওজোন পার্ক ও জামাইকা অ্যাভিনিউতে অবস্থিত গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের তিনটি অফিসে প্রতিদিন শতাধিক মানুষ অভিবাসন-সংক্রান্ত সেবা নেন। রাজনৈতিক আশ্রয়, গ্রিন কার্ড, ডিপোর্টেশন, বিবাহবিচ্ছেদ, শিশু হেফাজত, ব্যাঙ্করাপসি ও ফিয়ান্সে ভিসাসহ নানান জটিল বিষয়ে তারা নিয়মিত কাজ করছে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের প্রবাসীদের কাছে গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস ইতিমধ্যেই অভিবাসন আইনের একটি নির্ভরযোগ্য সহায়ক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন