নিজস্ব প্রতিবেদক: ১৯৮০ এর দশকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগের অনুমতি পাওয়া এক প্রবাসী পুনরায় যুক্তরাষ্ট্রে তার স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছেন। অনেকটা দুঃসাধ্য এই কাজটি সম্পন্ন করেছেন নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস।
প্রতিষ্ঠানটির আইনজীবীরা জানান, গ্রাহককে ১৯৮০ এর দশকে স্বেচ্ছায় দেশত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি ২০২৩ সালে গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের শরণাপন্ন হন। পরবর্তীতে বিজ্ঞ আইনজীবীরা আদালতে তার মামলা পুনরায় খুলতে এবং তা বাতিল করতে সক্ষম হন।
অ্যাটর্নি নরেশ গেহি বলেন, আমরা আইএনএ ২৪৫ (আই) ধারার অধীনে তার গ্রিন কার্ড পেতে সক্ষম হই। এই ক্ষেত্রে গ্রাহক ২৪৫ (আই) ধারার অধীনে যোগ্যতার শর্তগুলো পূরণ করেছিলেন। ফলস্বরূপ, তিনি দেশ ত্যাগ না করেই যুক্তরাষ্ট্রের ভেতরে তার স্থায়ী বৈধ বাসিন্দার মর্যাদা অর্জন করতে সক্ষম হন, যদিও তার প্রাথমিক প্রবেশটি বৈধ ছিল না।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ওজোন পার্ক ও জামাইকা অ্যাভিনিউতে অবস্থিত গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের তিনটি অফিসে প্রতিদিন শতাধিক মানুষ অভিবাসন-সংক্রান্ত সেবা নেন। রাজনৈতিক আশ্রয়, গ্রিন কার্ড, ডিপোর্টেশন, বিবাহ বিচ্ছেদ, শিশু হেফাজত, ব্যাঙ্করাপসি ও ফিয়ান্সে ভিসাসহ নানান জটিল বিষয়ে তারা নিয়মিত কাজ করছে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের প্রবাসীদের কাছে গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস ইতিমধ্যেই অভিবাসন আইনের একটি নির্ভরযোগ্য সহায়ক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন