শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে ৫ চীনা শিক্ষার্থীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত পাঁচ চীনা শিক্ষার্থীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে মার্কিন কর্তৃপক্ষ। অভিযোগ অনুযায়ী, তারা মিশিগানের একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এবং তাদের বিরুদ্ধে তদন্তকারীদের বিভ্রান্ত করা ও প্রমাণ মুছে ফেলার অভিযোগও রয়েছে।

এফবিআই জানায়, অভিযুক্ত শিক্ষার্থীরা সামরিক স্থাপনার ছবি তুলছিলেন এবং তাদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় আগস্ট মাসে তারা নজরে আসেন। প্রথমে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও পরে তদন্তে তাদের ভিন্ন উদ্দেশ্য প্রকাশ পায়।

মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, অভিযুক্তরা বর্তমানে পুলিশের হেফাজতে নেই। তবে তাদের আত্মসমর্পণ করার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে আরও উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন