জাতীয়তাবাদি শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৭ জুলাই জ্যাকসন হাইটস পালকি সেন্টারে দলের সভাপতি জাহাঙ্গীর এম. আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, জাসাস নেতা গোলাম ফারুক শাহিন, বিএনপি নেতা মাওলানা অলি উল্লাহ আতিক, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ।
সভায় কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক বলেন, দেশে কোন আইন শৃংখলা নাই। মানুষের কোন ভোটের অধিকার নাই। গণতন্ত্র নাই। যে যার মত করে দেশ লুটতরাজ করে খাচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। অন্যথায় আমাদের কপালে আরো দুঃখ রয়েছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন