শুক্রবার, ০৯ মে ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত আনছে ভারত

বুধবার, জানুয়ারী ২২, ২০২৫

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের উদ্যোগে দেশটিতে বসবাসকারী ১৮ হাজার ভারতীয় অবৈধ অভিবাসীকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারত। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ইতোমধ্যে এই অভিবাসীদের শনাক্ত করেছে এবং তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভারতের পক্ষ থেকে এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের প্রতি ইতিবাচক বার্তা পাঠানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সরকারের আশা, এই পদক্ষেপের ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

আইসিইর প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বেশিরভাগ অভিবাসী ভারতের পাঞ্জাব ও গুজরাট থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন।

২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের সীমান্তে ১৮ হাজারেরও বেশি ভারতীয় আটক হয়েছেন। এর আগের বছর একই সময়ে এ সংখ্যা ছিল প্রায় ৯০ হাজার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি লক্ষাধিক অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পদক্ষেপ নিয়েছেন। এছাড়া মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন ও উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনাও করেছেন।

২০২৪ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানের মাধ্যমে ১০০ জনের বেশি ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়েছিল। ভারত-মার্কিন যৌথ উদ্যোগে অবৈধ অভিবাসন রোধ এবং বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অবৈধ অভিবাসন রোধ এবং বৈধ অভিবাসনের সুযোগ তৈরিতে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে।

এই উদ্যোগ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অবৈধ অভিবাসন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন