নিজস্ব প্রতিবেদক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিদেশি ভ্রমণকারীদের জন্য কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কানাডা ও মেক্সিকো থেকে আসা নাগরিকসহ সবাইকে দেখাতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট।
দেশটির সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন (সিডিসি) সোমবার (৬ ডিসেম্বর) থেকে এই বিধি নিষেধ কার্যকরের বিষয় জানিয়েছে।
সিডিসি জানিয়েছে, যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয় নি তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণের একদিন আগের করোনা রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে এবং যারা ভ্যাকসিন নিয়েছে তাদের ভ্রমণের তিনদিন আগে করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন,করোনভাইরাসেে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়লেও এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে কম ভয়ানক।
এইদিকে হোয়াইট হাউস বলেছে, ওমিক্রন কম বিপজ্জনক হলেও এটি প্রতিরোধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার পর্যন্ত নিউইয়র্কে আটটি, নিউ জার্সিতে একটি এবং কানেকটিকাটে একটি সহ দেশটির অন্তত ১৫টি রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন