শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউনে সপ্তাহে ক্ষতি ১৫ বিলিয়ন ডলার

বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

প্রিন্ট করুন

দুই সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অচলাবস্থা (শাটডাউন) দেশটির অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানছে। মার্কিন ট্রেজারি বিভাগের হিসাব অনুযায়ী, চলমান শাটডাউন প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রায় ১৫ বিলিয়ন ডলার ক্ষতির কারণ হচ্ছে।

আগে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছিলেন, প্রতিদিনই ১৫ বিলিয়ন ডলার করে ক্ষতি হচ্ছে। তবে ট্রেজারি বিভাগের এক কর্মকর্তা পরবর্তীতে তা সংশোধন করে জানান, ওই ক্ষতির পরিমাণ সপ্তাহে ১৫ বিলিয়ন ডলার। এই হিসাব হোয়াইট হাউসের কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজার্সের প্রতিবেদনের ওপর ভিত্তি করে করা হয়েছে।

বেসেন্ট বলেন, শাটডাউন এখন যুক্তরাষ্ট্রের অর্থনীতির “মূল কাঠামোতে” প্রভাব ফেলতে শুরু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের উত্থান অব্যাহত থাকলেও সরকারি অচলাবস্থা তা বাধাগ্রস্ত করছে।

তিনি আরও জানান, ২০২৫ অর্থবছরে বাজেট ঘাটতি আগের বছরের তুলনায় কিছুটা কমেছে এবং আগামী কয়েক বছরে তা জিডিপির তুলনায় প্রায় ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, শাটডাউন যত দীর্ঘ হবে, ক্ষতির পরিমাণ ততই বাড়বে— যা বৈশ্বিক বাজারেও প্রভাব ফেলতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন