রাজশাহী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজি বন্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে। তাই, মনে রাখতে হবে যুদ্ধ এখনও শেষ হয়নি। আমরা দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগরের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সম্মলনে জামায়াতের আমির আরো বলেন, ‘বিগত সরকার নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। তারা মনে করেছে নিজেরাই সর্বময় ক্ষমতার অধিকারী। এত ক্ষমতা তাহলে দেশ থেকে পাললো কেন? সেই ক্ষমতা দিয়ে কেয়ামত পর্যন্ত টিকে থাকত।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, ‘বিগত সরকার বহু মাওলানা, আমির ও জামায়াতে ইসলামীর ভাই-বোনকে গুম করেছে, হত্যা করেছে, পঙ্গু করেছে। গেল ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্রদের যৌক্তিক আন্দোলনে ও গুন্ডাবাহিনীকে লেলিয়ে দিয়েছিল। এরপর নির্বিচারে তাদের ওপর গুলি বর্ষণ করা হয়। যারা শহীদ হয়েছেন তারা আমাদের কাছে জাতীয় বীর হিসেবেই পরিচিত।’
রাজশাহীর জেলা ও মহানগরের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ কেরামত আলী। সম্মেলনে সিনিয়র নেতাসহ আশপাশের জেলার শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজশাহীতে দীর্ঘ ১৫ বছর পর আয়োজিত এ সম্মেলনে হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে উঠে মাদ্রাসা মাঠ। আশপাশের জেলা-উপজেলা ও পাড়া-মহল্লা থেকে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ঢলে বেলা ১১টার মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাঠ। পরে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয় কর্মী সম্মেলন।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন