ঢাকা: মেজবাহ উদ্দিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন । এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ২৮ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেজবাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়।
প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল নব নিযুক্ত সচিবকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বিদায়ী সিনিয়র সচিব মো. আখতার হোসেনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
ভোলা জেলার কৃতি সন্তান মেজবাহ উদ্দিন চট্টগ্রাম জেলার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন