লাইফস্টাইল ডেস্ক: প্রেম, সম্পর্ক, আকর্ষণ- এগুলি মানুষের জীবনের অপরিহার্য অংশ। তবে কখনো কখনো আমরা মনে করি, কিছু মানুষ অন্যদের থেকে বেশি আকর্ষণীয়। আকর্ষণ শুধুমাত্র রাশির উপর নির্ভর করে না, বরং ব্যক্তির ব্যক্তিত্ব, আচরণ এবং শখ-আবেগের উপরও অনেক কিছু নির্ভর করে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিছু রাশির মেয়েরা তাদের প্রকৃতিগত গুণাবলীর জন্য ছেলেদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি রাশির মানুষের ব্যক্তিত্ব, অভ্যন্তরীণ গুণাবলি ও আচরণ আলাদা হয়। ৪ রাশির মেয়েরা তাদের ব্যক্তিত্বের কারণে ছেলেদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন।
মিথুন: এই রাশির মেয়েরা খুব ‘ভোকাল’, কথা বলায় খুব পারদর্শী। তাদের কথা বলার ধরনে যে কেউ আকৃষ্ট হন। তাদের প্রকৃতি মধুর ও তারা একটু প্রেমময় হয়ে থাকেন। তারা খুব দৃঢ়প্রতিজ্ঞও হন। তারা যেটা করার সিদ্ধান্ত নেয়, সেটা করেই ছাড়েন।
ধনু: এই রাশির মেয়েরা স্বভাবের দিক থেকে খুব ভালো হন। তাদেরও কথা বলার ভঙ্গি খুব আকর্ষণীয়। রূপের দিক থেকে তাদের একটা আলাদা আকর্ষণ সব সময়ে বজায় থাকে। তারা সব সময়ে হাসিখুশি থাকেন। ছেলেরা সাধারণত একবার দেখেই তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।
বৃষ: রূপ বা মাধুর্য ছাপিয়ে বৃষ রাশির মেয়েদের ব্যক্তিত্ব বেশি আকর্ষণীয় হয়ে থাকে। তারা পোশাক-আশাকের প্রতি খুব যত্নশীল হন। তারা প্রচুর অর্থ ব্যয় করেন। তারা বুদ্ধিমান ও গুণীও হন। এই রাশির মেয়েরাও ছেলেদের দ্রুত আকর্ষণ করেন।
মেষ: বলা হয়, এই রাশির মেয়েদের প্রতি ছেলেরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয়ে থাকে। জ্যোতিষ অনুযায়ী, মেষ রাশির মেয়েরা ভিড়ের মধ্যে থেকেও নিজেদের জন্য একটা আলাদা পরিচয় তৈরি করে নিতে পারেন। এ ক্ষেত্রে অনেক বিষয় কাজ করে। তবে সামগ্রিকভাবে এদের স্টাইল সবার থেকে আলাদা হয়। আলাদা করে রূপ, পোশাক বা বাচনভঙ্গিটা তাদের ক্ষেত্রে তাই বড় হয়ে ওঠে না। তবে তাদের কথা বলার ধরন অবশ্যই আলাদা হয়। মন জয় করে সবার।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন