শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

যে বয়সে নারীদের গর্ভধারণের সক্ষমতা বেশি থাকে

সোমবার, মে ১, ২০২৩

প্রিন্ট করুন

মাতৃত্ব—প্রত্যেক নারীর কাছে স্বপ্নের, অতি আগ্রহের বিষয়। কিন্তু নারীরা তাদের পুরো জীবনজুড়ে এর জন্য উপযুক্ত নয়। একটা নির্দিষ্ট সময় পর নারীরা মাতৃত্বের সক্ষমতা হারিয়ে ফেলে। যদিও পুরুষরা জীবনের অনেকটা সময় ধরে সন্তান জন্মদানে সক্ষম হয়ে থাকে। তাই মা হওয়ার জন্য নারীদের প্রজনন ক্ষমতার বয়সসীমা সম্পর্কে ধারণা থাকা অন্য অত্যন্ত জরুরি। চলুন জেনে নেই মাতৃত্ব নিয়ে বিষেজ্ঞরা কি বলেন।

ন্যাশনাল জিওগ্রাফিকের কনট্রিভিউটিং লেখক স্টেসি কলিনো বলেছেন, নারীরা যখন জৈবিকভাবে সবচেয়ে বেশি প্রস্তুত এবং সন্তান ধারণের জন্য সক্ষম হয় তখন বেশিরভাগ নারীই মানসিকভাবে এবং সামাজিকভাবে প্রস্তুত থাকেন না।

তিনি বলেন, পুরুষদের সারাজীবন শুক্রাণু তৈরি হয়। প্রতি ৭২ তিন পর পর শুক্রাণু পুণরায় জন্ম নেয়। কিন্তু দূর্ভাগ্যে নারীদের ক্ষেত্রে তা হয় না। তাই নারীদের উপযুক্ত সময়েই গর্ভধারণ করতে হয়।

তিনি বলেন, ১৩-২০ বছরের মধ্যে নারীদের গর্ভধারণের সক্ষমতা সবচেয়ে বেশি থাকে। এ সময় গর্ভধারণে সম্ভাবনা থাকে প্রায় ৮৫ শতাংশ। বয়স ৩০ এর অধিক হলে সে সম্ভাবনা গিয়ে দাঁড়ায় ৭৫ শতাংশে। আর বয়স যদি ৪০ এর উপরে হয় তখন গর্ভধারণার সম্ভাবনা থাকে শতকরা ৪৪ শতাংশ নারীর। আর নারীদের বয়স যত বাড়বে ততই তারা গর্ভধারণের ক্ষমতা হারিয়ে ফেলর।

স্টেসি কলিনো বলেছেন, বয়স গর্ভধারণের জন্য একটা বড় বিষয় হলেও এর বাইরে আরও বেশ কিছু জিনিস রয়েছে যা গর্ভধারণের সক্ষমতার ওপর প্রভাব ফেলে। একজন সকরীর জেনেটিক, হরমোন, চারপাশেন পরিবেশ এবং জীবনধারা এক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে।

ধূমপান নারীদের গর্ভধারণের সক্ষমতা কমিয়ে দেয় বলে উল্লেখ করে তিনি আরও বলেন, এটি ডিম্বাণুর জন্য বিষাক্ত। ভারী মদ্যপান মাত্রাতিরিক্ত ঔষধ এবং স্বাস্থ্যের স্থূলতা গর্ভধারণের সক্ষমতা কমিয়ে দেয়। এছাড়া প্লাস্টিকের কীটনাশক এবং রাসায়নিক পদার্থও গর্ভধারণে প্রভাব ফেলে।

সাম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ৪৯ বছর বয়সী প্রতি ৫ জন মহিলার মধ্যে একজন তাদের সন্তান ধারণের সক্ষমতায় বয়সের প্রভাব সম্পর্কে অবগত ছিলেন না।

কলিনো বলেন, আমি যখন এই বিষয়ে প্রবন্ধ লিখেছি তখন অনেক বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিয়েছি। তারা এসব বিষয়ে একমত হয়েছেন। কিন্তু আমরা অনেকেই আছি যারা এসব বিষয়ে একেবারে সচেতন না। যার ফলে গর্ভধারণের সময় আমাদের সমস্যায় পড়তে হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন