সিএন ধর্ম: মহান আল্লাহর কাছে একনিষ্ঠভাবে করা প্রতিটি ভালো কাজই প্রিয়। তবে হাদিস শরিফে নির্দিষ্টভাবে কিছু আমলের ব্যাপারে বলা হয়েছে, সেগুলো আল্লাহর অধিক প্রিয়। নিচে এ ধরনের কয়েকটি আমল তুলে ধরা হলো—
- আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা।
- তাঁর পথে লড়াই করা।
- যথাযথ নিয়মে হজ আদায় করা।
- সময়মতো নামাজ আদায় করা।
- মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা।
- সব ফরজ ইবাদত।
- বেশি বেশি আল্লাহর জিকির করা।
- অন্যের উপকার করা।
- খাবার খাওয়ানো।
- পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেওয়া।
- মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা।
- নিয়মিত আমল করা।
হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, ‘কোন আমল সর্বোত্তম?’ তিনি বললেন, ‘আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘আল্লাহর পথে লড়াই করা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ রাসুল (সা.) বললেন, ‘যথাযথভাবে আদায়কৃত হজ।’ (মুসলিম)
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, ‘কোনটি আল্লাহর অধিক প্রিয়?’ তিনি বললেন, ‘সময়মতো নামাজ পড়া।’ বললাম, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘মা-বাবার সঙ্গে সদাচার করা।’ (মুসলিম)
হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ‘বান্দা যেসব আমলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে, তার মধ্যে ফরজ আমলসমূহ আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়।’ (বুখারি)
লেখক: মুফতি আবু আবদুল্লাহ আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন