সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

শিরোনাম

যৌনকর্মী বৈধকরণ ইস্যুতে মামদানির প্রতি অনাস্থা, সরে গেলেন বাংলাদেশি প্রভাবশালী ব্যবসায়ী

শনিবার, অক্টোবর ৪, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে প্রগতিশীল ডেমোক্র্যাট প্রার্থী কুইন্সের অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানির প্রতি সমর্থন তুলে নিয়েছেন কুইন্সের প্রভাবশালী বাংলাদেশি ব্যবসায়ী নেতা ফাহাদ সোলায়মান। এত দিন মামদানিকে সমর্থন করলেও তার ‘যৌনকর্ম বৈধকরণের’ অবস্থানের কারণে এখন বিরোধিতা করছেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) জ্যাকসন হাইটসের দারুল হিদায়া মসজিদে জুমার নামাজের পর এক অনুষ্ঠানে ফাহাদ সোলায়মান এই ঘোষণা দেন।

তিনি বলেন, “যৌনকর্ম বৈধকরণ মানে মানব পাচারকে সমর্থন করা। সূর্য ডোবার পর রুজভেল্ট অ্যাভিনিউতে বের হলে দেখা যায়—পুরো এলাকাই যৌনকর্মীদের দখলে।”

সোলায়মান জানান, তিনি এবার সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে ভোট দেবেন। একইসঙ্গে তার মসজিদের সদস্যদেরও কুমোকে সমর্থনের আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা আগে মামদানিকে ফিলিস্তিন প্রশ্নে সমর্থন দিয়েছিলাম। কিন্তু ধীরে ধীরে তার ভণ্ডামি প্রকাশ পাচ্ছে। এ জন্য আমরা তার কাছ থেকে সরে এসেছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যান্ড্রু কুমোও। তিনি সোলায়মান ও অন্যান্য ধর্মীয় নেতার সঙ্গে মসজিদে বক্তব্য দেন এবং মামদানির অবস্থানকে ‘নৈতিকভাবে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

মসজিদের ইমাম কাজী কাইয়ুমও কুয়োমোর প্রতি সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, “আমি গর্বের সঙ্গে অ্যান্ড্রু কুমোকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন করছি। তিনি বিভাজন নয়, ঐক্যের রাজনীতি চান।”

মামদানি নিজেও মুসলিম। তবে নিউইয়র্ক অঙ্গরাজ্য অ্যাসেম্বলিতে যৌনকর্ম অপরাধমুক্ত করার একটি বিল সহ–প্রস্তাব করেছিলেন। এর ফলে প্রাপ্তবয়স্কদের মধ্যে যৌনকর্মে জড়ালে আর গ্রেপ্তার বা মামলার মুখোমুখি হতে হতো না। যদিও সাম্প্রতিক মাসগুলোতে তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি।

কুমো শিবির মনে করছে, এই ইস্যুই তাদের প্রচারণায় নতুন গতি আনতে পারে। সাম্প্রতিক জরিপে মামদানি অন্তত ২০ পয়েন্টে এগিয়ে আছেন।

এ বিষয়ে জোহরান মামদানির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন