বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

রাইজআপ ল্যাবস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষর

শনিবার, এপ্রিল ১৫, ২০২৩

প্রিন্ট করুন

রাজশাহী: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, চাকরির সুযোগ, গবেষণা সহায়তাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার উদ্দেশ্যে রাইজআপ ল্যাবসেরসাথে একটি সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র—ছাত্রীএবং কর্মচারীদেরবিভিন্ন আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমেও সহায়তা প্রদান করবে আইএসও স্বীকৃত আইটি পরিষেবা এবং প্রযুক্তি সমাধান প্রদানকারী কোম্পানি রাইজআপ ল্যাবস । 

বুধবার (১২ই এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগে সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মির্জা আ.ফ.ম রশিদুল হাসান এবং রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব এরশাদুল হকের পক্ষে অপারেশন ম্যানেজার মোঃ মশিউর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

এসময়উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রকৌশল (আইসিই) বিভাগের প্রফেসর ড. রুবাইয়াত ইয়াসমিন, প্রফেসর ড.আওরঙ্গজিব মোঃ আব্দুর রহমান, প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, সহযোগী অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আহমেদ এবং রাইজআপ ল্যাবসের বিজনেস অ্যানালিস্ট রিফাত আশরাফ ও আতিক মাহমুদ। 

রাইজআপ ল্যাবস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা সমঝোতা স্নাতক এবং বর্তমান শিক্ষার্থীদের মেধার যথাযথ প্রয়োগ এবং তাদের দক্ষতা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন অধ্যাপক ড. মির্জা আ.ফ.ম রশিদুল হাসান। 

এই বিষয়ে, রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব এরশাদুল হক বলেন, এই সহযোগিতা সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে রাইজআপ ল্যাবস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় একত্রে দক্ষ এবং শিক্ষিত মানব সম্পদ তৈরীতে কাজ করে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন