রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার দশ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নে কান্ত চৌকিদারের বাড়িতে প্রায় সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরে বার্ষিক গীতা প্রতিযোগীতায় অংশগ্রহকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে শুক্রবার (৪ মার্চ) সকালে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান রুবিনা ইয়াছমিন রুজি। প্রধান বক্তা ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার সজল মহাজন বাসু।
বক্তব্য দেন মন্দির কমিটির সভাপতি মিলন বৈদ্য শুভ, সাধারণ সম্পাদক রিটন মহাজন, সাবেক সভাপতি সমীর দে, গৌরাঙ্গ মহাজন, গণ মাধ্যম কর্মী এসকে সাগর, ভ্রাম্যমাণ গীতা প্রচার সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিব সংঘ গীতা শিক্ষালয়ের শিক্ষক অপূর্ব দে।
অনুষ্ঠানে রুবিনা ইয়াছমিন রুজি বলেন, ‘আমাদের সন্তানদের স্কুল কলেজের লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। ধর্মীয় শিক্ষার অভাবে মানুষ বিপথগামী হচ্ছে। অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে ও সামাজে বাড়ছে অবক্ষয়। ধর্মীয় শিক্ষা একজন মানুষকে মানবিকতা, নীতি-নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেয়।’
প্রেস বার্তা/সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন