শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

রাজধানীতে বিএনপির গণমিছিল শনিবার

বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩

প্রিন্ট করুন
শহীদ জিয়া ছাত্র পরিষদের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নেই 1

সিএন প্রতিবেদন: সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় গণমিছিল করবে বিএনপি।

বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলা ও সফল করার লক্ষ্যে ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে গণমিছিল কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানান তিনি।

এর আগে সবশেষ ২৫-২৬ জুলাই রাজধানী ও দেশব্যাপী কালো পতাকা মিছিল করে বিএনপি ও সমমনা দলগুলো।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন