বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বুধবার, মে ৩১, ২০২৩

প্রিন্ট করুন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে নির্ঝর (৯) ও অনন্ত (৬) নামে দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ মে) পুকুরটিতে গোসল করতে নেমে অনন্ত সাঁতার না জানায় ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে নেমে নির্জরও ডুবে মারা যায়।

নিহত নির্ঝর নগরীর হেতেমখান এলাকার নিরেন আসমানি-দম্পতির ছেলে, অনন্ত একই এলাকার গোবিন্দ-আঁখি দম্পতির ছেলে। তারা দুজনে সম্পর্কে একে অপরের খালাতো ভাই।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, পানিতে পড়ে মারা যাওয়ার ঘটনায় শিশু দুটির লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী জানান, অনন্ত এবং নির্ঝর সহ এলাকার শিশুরা এই হেঁতেমখা গোরস্থান পুকুরে গোসল করতে নামে। এ সময় অনন্ত সাঁতার না জানায় ডুবে যাওয়ার উপক্রম হলে নির্ঝর তাকে সহযোগিতার জন্য এগিয়ে যায়। তবে নির্ঝরও সাঁতার জানতো না। পরে দুজনই পানি ডুবে মারা যায়।

অনন্তর মা আখিঁ কান্না জড়িত কন্ঠে বলেন, স্কুল থেকে দুই ভাই প্রতিদিনের মত বাড়িতে ফিরে খেলাঘুলা করে। আজ স্কুল থেকে এসে পুকুরে যায়।পরে তাদের মৃত্যুর খবর দেয় এলাকাবাসী।

রাজশাহী নগরীর ১৩ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল মোমিন বলেন, মৃত দুই শিশুর একে অপরের খালাতো ভাই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মগে রয়েছে।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন