নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএর ২০২৫-২৬ মেয়াদের নতুন কমিটির অভিষেক ও বিজয় দিবস উদযাপন হয়েছে।
১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্স প্যালেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক নুরুন্নাহার গিনি ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান, নতুন নির্বাচিত সভাপতি ফতেনূর আলম বাবু, সাধারণ সম্পাদক শাহ আল শফি আনসারীর স্বাগত বক্তব্যের পর নতুন নির্বাচিত কমিটির শপথ নেন। শপথ পাঠ করান সংগঠনটির উপদেষ্টা মুহম্মদ ফজলুর রহমান।
সভাপতি ফতেনূর আলম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আল শফি আনসারী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান অনুষ্ঠান পরিচালনা করেন। বক্তব্য দেন খালেদ মুহিউদ্দীন, একেএম সাইফুল আলম প্রিন্স, মুহাম্মদ ফজলুর রহমান, হোসনে আরা বেগম, সৈয়দ আব্দুর রহিম দুদু ,আলী হাসান কিবরিয়া অনু, শাহীন খান, সাইদুর রহমান ডন, আহসান উল্লাহ ফিলিপ, এজাজ আহমেদ, আতাউর রহমান, মুজাহিদ আনসারী, শাহ মোহাম্মদ বকতিয়ার, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাব্বি, আকলিমা রানা চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাঈদা আক্তার লিলি, নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি আক্তার আহমেদ রাশা, সভাপতি শামিম আরা বেগম, সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিহার।
উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএর সভাপতি আশরাফুল আলম, উপদেষ্টা মাসুদুল ইসলাম লিপু, শেখ আল মামুন, রেদোয়ান রাজ্জাক ও আব্দুল খালেক।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন