চবি প্রতিনিধি: রাত পোহালেই শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা। প্রথম ও দ্বিতীয় দিন চার শিফটে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটি প্রতি আসনের জন্য আবেদন করেছে ৬২ জন পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৬২ জন। পরীক্ষা মঙ্গল ও বুধবার সকাল-বিকাল চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে ১৮ হাজার ৬৬৫ জন করে ভর্তিচ্ছু অংশ নেবে।
এ দিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুরো বিশ্ববিদ্যালয়কে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। সার্বিক নিরাপত্তায় চার শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। পাশাপাশি চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে গোটা ক্যাম্পাসকে আনা হয়েছে গোয়েন্দা নজরদারির আওতায়। সন্দেহভাজন, বিভিন্ন সংগঠনগুলোর ওপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি। সংঘর্ষ, র্যাগিংসহ অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন