মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

রাশিয়ার বিভিন্ন ব্যাংকের ভিসা, আমেক্স ও মাস্টারকার্ড সুবিধা বন্ধ যুক্তরাষ্ট্রে

বুধবার, মার্চ ২, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: আমেরিকার ক্রেডিট কার্ড জায়ান্ট ভিসা, মাস্টারকার্ড ও আমেরিকান এক্সপ্রেস জানিয়েছে, তারা রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের পর তাদের পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়ার বিভিন্ন ব্যাংকে থাকা এসব সুবিধা বন্ধ করে দিয়েছে। খবর এএফপির।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দেয়া এক বিবৃতিতে মাস্টারকার্ডের প্রধান নির্বাহী মিশেল মিবেচ বলেন, ‘নিষেধাজ্ঞা আরোপের ফলে আমরা মাস্টারকার্ড পেমেন্ট নেটওয়ার্ক থেকে বহু আর্থিক প্রতিষ্ঠানকে বাদ দিয়েছি।’

‘আমাদের পুরোপুরি আদেশ মেনে চলার বাধ্যবাদকতা থাকায় আগামী দিনগুলোতে আমরা নিয়ম অনুযায়ী কাজ করা অব্যাহত রাখব।’

এ দিকে, ভিসা তাদের ওয়েবসাইটে দেয়া বার্তায় জানায়, আরোপ করা নিষেধাজ্ঞা পালন নিশ্চিত করতে তারা ‘দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে ও অতিরিক্ত নিষেধাজ্ঞা পালনে তারা প্রস্তুত রয়েছে; যা বাস্তবায়ন করা হতে পারে।’

আমেরিকান এক্সপ্রেস জানায়, রাশিয়ায় তাদের ব্যবসায়ের পরিসর ‘ছোট’ হলেও তারা জোর দিয়ে বলেছে যে  ‘এ সংকট শুরুর পর থেকে আমরা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পালন করে আসছি।’

আমেক্সের সিইও স্টিফেন স্কুয়িরি বলেন, ‘আমাদের সম্পর্কে ছেদ পড়ার ফলে রাশিয়ায় ব্যাংক অংশীদারদের ওপর প্রভাব পড়েছে ও আমরা পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট সব আইন পালন করা অব্যাহত রাখব।’

রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করে ফেলার ও তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্য শক্তিগুলোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার বিভিন্ন ব্যাংক ও নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা দেশের সরকারগুলোর পদক্ষেপের পর এমন বিবৃতি দেয়া হল।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন