সিএন প্রতিবেদন: জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে রাষ্ট্রের নাম পরিবর্তন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ২০২৪ এর গণঅভ্যুত্থানকে এক কাতারে আনাসহ বেশ কয়েকটি বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে দলটি।
রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে সংস্কার সংক্রান্ত মতামত জমা দেয় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধিদল এ মতামত জমা দেয়। প্রতিনিধি দলের অন্যজন হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।
দলের পক্ষ থেকে ঐকমত্য কমিশনে মতামত জমা দেওয়ার পর সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পাঁচটি সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপরে তারা যে স্প্রেডশিট আমাদের দিয়েছিলেন তার ওপরে আমরা বিএনপির পক্ষ থেকে মতামত দিয়েছি।
এসময় ঐকমত্য কমিশনে বিএনপি প্রদত্ত মতামতের সারাংশ সাংবাদিকদের সামনে তুলে ধরেন সালাহউদ্দিন আহমেদ। দুর্নীতি দমন কমিশন (দুদক), বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, সংবিধান সংস্কার নিয়ে তারা বিস্তারিত কথা বলেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন