বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

রিভারটেল ও ফাউমার উদ্যোগে ধনবান রিচার্ডের জন্য ফান্ড রেইজিং

বুধবার, জুলাই ১০, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: কুইন্স বরো নির্বাচনকে সামনে রেখে বরো প্রেসিডেন্ট ধনবান রিচার্ডের জন্য ফান্ড রেইজিংয়ের আয়োজন করা হয়েছে।

রোববার (৭ জুলাই) রিভারটেল হল রুমে কমিউনিউনিটি এক্টিভিষ্ট ফাহাদ সোলাইমান উপস্থাপনায় ফান্ড রেইজিংয়ে কুইন্সের বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে প্রশ্নের উত্তর দেন ধনাবান রিচার্ড।

ট্রাফিক সমস্যা সমাধানে রিচার্ড বলেন, প্রজেক্ট প্লান পাশ হয়েছে। এখন পরিবেশের উপর কাজ চলছে। শীঘ্রই এই সমম্যা সমাধান হবে বলে আশা করছি। বাচ্চাদের খেলাধুলার জন্য ষ্টেডিয়াম উন্নয়নের কাজ ও হেলথ কেয়ার সেবা আরও উন্নত করার বিষয়ে নিরলসভাে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে হেলথ কেয়ার সেবার ব্যাপক কাজ হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ ও জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ, ঠিকানার সম্পাদক এম. এম শাহীন। বক্তব্য রাখেন স্টার ফার্নিচারের সিইও রকি আলিয়ান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরি, অনুভা, আবদুল খালেক।

গিয়াস আহমেদ বলেন, হোমকেয়ার ব্যবস্থা তদারকির ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে আরও ৬০০ ক্ষুদ্র বিজনেস হোমকেয়ার বন্ধ হয়ে যাবে। একই সাথে লক্ষাধিক লোক চাকরি হারাবে। বিষয়টি গর্ভনর ক্যাথি হোকুলকে অবগত করার অনুরোধ রইল।

এ ছাড়া তিনি কুইন্সে একটি বড় অডিটরিয়াম করার অনুরোধ জানান। দুটি বিষয় কুইন্স বরো প্রেসিডেন্ট ধনবান রিচার্ড নোট করে নেন। পরে রিচার্ডের জন্য ফান্ড রেইজিংয়ে স্বতঃপূর্ত ভাবে ডোনেশান সংগ্রহ করা হয়।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন