সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

‘রুশ-ইউক্রেন’ উত্তেজনা, কূটনীতির মাধ্যমে সংকট মোকাবেলার আহ্বান

শুক্রবার, জানুয়ারী ২১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান অস্থিরতা কূটনীতির মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন। আর এমনটা না হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারও দেন তিনি। 

শুক্রবার (২১ জানুয়ারি) জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেনের এক বৈঠকে এসব কথা বলেন তিনি। রুশ সৈন্যরা যেকোনো সময়ে আক্রমণের উদ্দেশ্যে ইউক্রেনের ভেতরে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন বলেন, ”এখন এক গুরুত্বপূর্ণ মূহুর্ত। তবে যুক্তরাষ্ট্র এখনও শান্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে রাশিয়া বা  যুক্তরাষ্ট্র আশা করে না আমাদের মধ্যে যে পার্থক্য এখানেই তার সমাধান হয়ে যাবে।”

তিনি বলেন,” কূটনীতির মাধ্যমে এই অবস্থা কাটানো যায় কি না সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন হয়তো সেটা সম্ভব হতে পারে।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভ বলেন, “এই আলোচনায় বড় ধরনের কোন অগ্রগতি হবে বলে রাশিয়া আশা করেনি।”
ইউক্রেনের সীমান্তে রাশিয়া এক লাখ সৈন্য জড়ো করেছে। তবে আক্রমণের উদ্দেশ্যে রুশ সৈন্যরা ইউক্রেনের ভেতরে ঢুকে পড়তে পারে যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য মানতে নারাজ রুশ পররাষ্ট্রমন্ত্রী। 

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার শীর্ষ দুই কূটনীতিকের মধ্যে জেনেভায় এই বৈঠক হয়েছে দ্বিতীয়বারের মতো। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে তার মিত্রদের সমর্থন জোগাড়ের চেষ্টা করেছেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন