চলমান ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রুশ-ইউক্রেন উত্তেজনা নিয়ে নতুন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সাথে আলোচনা করেছেন। ইউক্রেন সীমান্তে রাশিয়ার হাজার হাজার সৈন্য জড় করার প্রেক্ষিতে শুক্রবার (১০ ডিসেম্বর) শলৎজকে ফোনকল করেন বাইডেন।
এক টুইটার বার্তায় বাইডেন বলেন, ‘জার্মানীর নতুন নেতা হওয়ার প্রেক্ষিতে আমি শলৎজকে অভিনন্দন জানিয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমি রাশিয়ার অস্থিতিশীল সামরিক তৎপরতা মোকাবেলায় ট্রান্সআটলান্টিক প্রচেষ্টাসহ বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর ক্ষেত্রে এক সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’
ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে- এ আশংকার কারণে বাইডেন সপ্তাহজুড়েই টেলিফোনে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলে তাকে হামলার বিষয়ে সতর্ক করেন। এছাড়া পুতিনের সাথে কথা বলার আগে ও পরে তিনি ইউরোপীয় শক্তিধর দেশগুলোর সাথেও আলোচনা করেন। বাইডেন বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ও পূর্ব ইউরোপের নয় দেশীয় জোটের নেতাদের সাথে কথা বলেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রুশ ইউক্রেন উত্তেজনা ছাড়াও বাইডেন ও শলৎজ করোনা মহামারি, জলবায়ু পরিবর্তনসহ নানা ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন