ঢাকা: বাংলাদেশ রেলওয়ের পেনশন হোল্ডার কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন ভাতা পশ্চিমাঞ্চল (রাজশাহী) থেকে পূর্বাঞ্চলে (চট্টগ্রাম) কেন্দ্রীয় করণের সিদ্ধান্তকে হয়রানিমূলক দাবি করে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।
সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান
মনিরুজ্জামান মনির বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি রেলওয়ের অর্থ বিভাগের অতিরিক্ত মহা পরিচালকের নেতৃত্বে এক ভাচুর্য়াল সভায় পেনশন হোল্ডার কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন ভাতা পশ্চিমাঞ্চল (রাজশাহী) থেকে পূর্বাঞ্চলে (চট্টগ্রাম) কেন্দ্রীয় করণের সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে পশ্চিমাঞ্চলের পেনশন হোল্ডারের সংখ্যা প্রায় ১৭ হাজার ৩০০। তাদের মধ্যে বেশির ভাগই অসুস্থ্য, বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধী। কেন্দ্রীয়করণের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পেনশন সংক্রান্ত যে কোন সমস্যার জন্য তাদেরকে চট্টগ্রামে যেতে হবে। বৃদ্ধ বয়সে তাদের পক্ষে যাওয়া আসা করা অত্যন্ত কষ্টসাধ্য একটি বিষয়ে। ইতিমধ্যে এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ায় পেনশন হোল্ডাদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।’
বড় কোন কারণ ছাড়াই হঠাৎ কেন্দ্রীয় করণের এ সিদ্ধান্ত শুধুই পেনশন হোল্ডাদের ভোগান্তি বাড়াবে বলে আমরা মনে করেন তিনি।
মনিরুজ্জামান মনির আরো বলেন, ‘পেনশন হোল্ডাদের সুবিধার্থে পে-পয়েন্ট যখন বিভাগীয় পর্যায়ে নেয়া উচিত, তখন তা না করে কেন্দ্রীয়করণের এমন হঠকারি সিদ্ধান্ত আমাদের হতবাক করেছে। দ্রুত রেলওয়ের অর্থ বিভাগ কতৃর্ক কেন্দ্রীয়করণের এ সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নয়; বিভাগীয় পর্যায়ে পে-পয়েন্ট চালুর অনুরোধ করছি।’
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন