বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

রেলওয়ের গাছ কেটে ‘হজম’ করতেন ফার্নিচার তৈরি করে!

মঙ্গলবার, জানুয়ারী ১৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ে রেলওয়ের  আওতাধীন মেহেগনি, বেলজিয়ামসহ বিভিন্ন প্রজাতির গাছ চুরি করে কেটে বিক্রির সময় জব্দ করা হয়েছে। যার পরিমাণ প্রায় ৩০০ ঘনফুটের বেশি।

শনিবার (১৫ জানুয়ারি) উপজেলার ৯ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোবানিয়া এলাকা থেকে কাটা গাছ উপজেলার মিঠাছরা বাজারস্থ এক দোকান থেকে জব্দ করা হয়। অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সামছুল আলম এই কার্যক্রমের সাথে জড়িত। 

জানা গেছে ,  রেলওয়ের আওতাধীন এলাকা থেকে এই গাছগুলো কেটে নেওয়া হয়। গাছগুলো কেটে তার নিজস্ব চিরাই কারখান নিয়ে যান তিনি। সেখান থেকে গাছগুলো চিরাই করে নিজস্ব ফার্নিচারের দোকানে নিয়ে চোরাই কৃত গাছ দিয়ে ফার্নিচার বানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সিতাকুন্ড রেলওয়ে পুলিশের এসআই জহিরুল বলেন, রেলওয়ের গাছ কেটে পাচার করার সময় খবর পেয়ে কাঠগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউতে আটক করা হয় নি।  

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন