বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

শিরোনাম

রেস্তোরাঁ থেকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাগ চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাগ চুরি করে যেন ক্ষমতা দেখাল চোর। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম খেতে গিয়েছিলেন ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয়। সাথে ছিল ব্যক্তিগত হ্যান্ডব্যাগ। তবে সেই রেস্তোরাঁ থেকেই চুরি হয়ে যায় ব্যাগটি। এ ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রোববার রাতে পরিবার নিয়ে ওয়াশিংটনের ‘ক্যাপিটাল বার্গার’ রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন মন্ত্রী নোয়েম। সেসময় তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগটির মধ্যে ছিল প্রায় তিন হাজার ডলার নগদ অর্থ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, হোমল্যান্ড সিকিউরিটির বিশেষ ব্যাজ, মেকআপ বক্স, চেকবই এবং ব্যক্তিগত ওষুধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণসামগ্রী।

ব্যাগ চুরি যাওয়ার পর নোয়েমের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস দ্রুতই রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক অজ্ঞাত শ্বেতাঙ্গ ব্যক্তি সুযোগ বুঝে ব্যাগটি তুলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এরপর শুরু হয়েছে চোরের খোঁজে তৎপরতা।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র জানান, ইস্টার সানডে উপলক্ষে পরিবারের সদস্যদের উপহার ও খাওয়াদাওয়ার খরচের জন্য নোয়েম সঙ্গে নগদ অর্থ রেখেছিলেন। এদিকে, সিক্রেট সার্ভিস ইতোমধ্যে মন্ত্রীর আর্থিক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করছে, চোর কোনো ধরনের লেনদেনের চেষ্টা করেছে কি না তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এ ঘটনা শুধু অর্থ চুরির বিষয় নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্যও উদ্বেগজনক। কারণ, একজন মন্ত্রীর এত কাছাকাছি গিয়ে কেউ চুরি করতে পারে, সেটি অত্যন্ত দুঃসাহসিক ও ভাবনার বিষয়। তদন্ত চলছে, তবে এই ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন