রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে ডেঙ্গু সচেতন লিফলেট ও মশার কয়েল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর দেওয়ান হাট মোড়ে পথচারী, রিস্কা চালক, সি এন জি চালকদের মাঝে ডেঙ্গু সচেতন লিফলেট ও মশার কয়েল, বিশুদ্ধ পানি, ওর স্যালাইন বিতরণ করা হয়।
এ কার্যক্রম পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলাম নান্টু। এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটাঃ মোহাম্মদ ওমর ফারুক, রোটাঃ পিপি মাসুদুর রহমান খান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মোহাম্মদ নুরুদ্দিন, ক্লাব সেক্রেটারি রোটাঃ উজ্জ্বল কান্তি বড়ুয়া, অতিথি রোটা: কাজী কামরুল ইসলাম চুন্নু, ইন্টারেক্ট নুজহাত ইসলাম, মোহাম্মদ ফাইয়াজু ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু সহ অন্যান্য সদস্যরা। বক্তারা বলেন বর্তমানে ডেঙ্গু মহামারী আকারে ধারণ করেছে তাই দরকার জরুরী সচেতনতা। আমাদের চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশার প্রজনন ক্ষেত্রকে ধংস করতে করা। ঘরের কোনে জামে থাকা, অফিস আদালত, হাসপাতাল, পুরাতন টায়ার, ডাবের খোসায়, ফুলের টবে জমানো পানিতে ডেঙ্গু মশার লার্ভা জন্মায় এসকল স্থানে নিয়মিত নজর রাখতে হবে। বিলম্ব না করে লার্ভা ধংস করতে হবে। জ্বর হলে কালক্ষেপন না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগ উপশমে চেয়ে রোগ প্রতিরোধ উত্তম। তাই আমাদের নিজেদের সচেতন হতে হবে ও পরিবার -পরিজন ,বন্ধু -বান্ধব,আত্নীয় স্বজন, প্রতিবেশীদের সচেতন করতে হবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রানসংহারি ডেঙ্গু প্রতিরোধে করতে হবে বক্তারা জানান।
Views: 5
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন