শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

রোববার নিউইয়র্কে জারিন মাইশার একক সঙ্গীত সন্ধ্যা

শনিবার, অক্টোবর ২৮, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক: নিউইয়র্কের উডসাইডে অবস্থিত কুইন্স প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ‘সুরের খেয়ায় বর্ণালী সন্ধ্যা’ শীর্ষক শিল্পী জারিন মাইশার একক সঙ্গীত সন্ধ্যা। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এই সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জারিন মাইশার জন্ম নিউইয়র্কে। চার বছর বয়সে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসে (বিপা) বাংলা ভাষা, গান ও নৃত্যের প্রশিক্ষণ শুরু করেছিলেন। নাচ, গান এবং বাংলা পড়া এবং লেখার বিষয়ে পাঁচ বছরের কোর্স সম্পন্ন করেছেন। ২০১১ সালে মাইশা বিপা শ্রেষ্ঠ ছাত্রী হিসেবে পুরস্কৃত হয়।

বর্তমানে মাইশা বিপার নৃত্য প্রশিক্ষক। আছে নাট্যকার জামালউদ্দিন আহমেদের নির্দেশনায় নাটক করার অভিজ্ঞতা। ঢাকার শিল্পকলা একাডেমীতে নাচের অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পেয়েছে ২০১৫ এবং ২০১৭ সালে। ২০১৭ সালে বিপার উদ্যোগে একক গানের অনুষ্ঠান ‘উত্তরাধিকার’ গান পরিবেশন করেন।

মাইশা শব্দ রিসাইটেশন ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল মিডিয়া ইনকে আবৃত্তি প্রশিক্ষণ নেন ইভান চৌধুরীর কাছে। মাইশা দুই বছর নাচের গুরু মায়া মিশ্রর কাছ থেকে শাস্ত্রীয় কথক নৃত্য শিখেছেন এবং বর্তমানে ভার্চুয়াল কথক শিখছেন ঢাকার হাসান ইশতিয়াক ইমরান এর কাছে।

জারিন মাইশা ২০২২ সালে আরটিভি’র রিয়েলিটি শো ‘বাংলার গায়েন ইউএসএ’ অংশগ্রহণ করে শীর্ষ ৬ ফাইনালিস্টে স্থান পান। পাশাপাশি তিনি বাংলাদেশি কমিউনিটি ও মূলধারার বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে চলেছেন। মাইশা নিউইয়র্কের হান্টার কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর করেছেন এবং বর্তমানে ক্রিয়েটিভস রিবিল্ড নিউইয়র্ক প্রোগ্রামের অধীনে একজন শিল্পী হিসেবে নিযুক্ত আছেন।

তার গানের হাতেখড়ি হয় নিলুফার জাহানের কাছ থেকে এবং তার গানের তালিমের গুরু সেলিমা আশরাফ। বাংলা সংস্কৃতি আয়ত্ত্ব করতে সহায়তা করার জন্য তিনি তার মা-বাবা, বিপার শিক্ষক সেলিমা আশরাফ, নিলোফার জাহান, অ্যানি ফেরদৌসের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন