সিএন প্রতিবেদন: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভারত শত শত রোহিঙ্গাকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে পাঠিয়ে দিয়েছে। আটক অবস্থায় তাদের ওপর নির্যাতনও চালানো হয়েছে।
শুক্রবার প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে রোহিঙ্গা ও বাংলাভাষী মুসলিমদের ‘অবৈধ অভিবাসী’ ঘোষণা করে অভিযান চালানো হয়। এ সময় অন্তত ১৯২ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, আরও ৪০ জনকে মিয়ানমারের উপকূলে ছেড়ে দেওয়া হয়। ভয় পেয়ে অনেকেই বাংলাদেশে পালিয়ে এসেছে।
কক্সবাজারে নতুন আসা রোহিঙ্গাদের দাবি, ভারতে পুলিশ তাদের মারধর করেছে এবং টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে। এক শরণার্থী বলেন, তাদের সবচেয়ে ভয়ংকর অপরাধীর মতো ব্যবহার করা হয়েছে।
বর্তমানে ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বাস করছে, যাদের মধ্যে ২০ হাজার ইউএনএইচসিআরে নিবন্ধিত। যদিও ভারত ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি, আন্তর্জাতিক আইন অনুযায়ী শরণার্থীদের জোর করে ফেরত পাঠানো নিষিদ্ধ।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন