সিএন প্রতিবেদক: ঢাকা সফরের সময় সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বিচারবহির্ভূত হত্যা কমার কারণে র্যাবের প্রশংসা করেছেন। তবে র্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ডোনাল্ড লু কোনো সময়সীমার ইঙ্গিত দেননি বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যের প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনাওয়ার এ তথ্য জানান।
আরও পড়ুন
বাংলাদেশে আমেরিকার নিষেধাজ্ঞা বাড়লে ভারত তার ভূমিকা পালন করবে: এম জে আকবর
বাংলাদেশে সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে রোববার বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরদিন সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, হয়তো শিগগির র্যাবের ওপর নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। আমরা আশা করছি, এটা অচিরেই শেষ হবে।’
তবে যুক্তরাষ্ট্র বলছে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এই ধরনের কোন ইঙ্গিত বাংলাদেশকে দেননি। মূলত তারা র্যাবের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনাওয়ার এ তথ্য জানান।
র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যের প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গত বছর র্যাবের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনা ব্যাপক হারে কমে আসায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন। আমরা অব্যাহত সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি। সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢাকার বৈঠকগুলোতে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সীমা নিয়ে কোনো ধরনের ইঙ্গিত দেননি।’
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন