চট্টগ্রাম: র্যাবের কথিত মেজর ও আইজিপির ভাই পরিচয় ব্যবহার করে প্রতারণার দায়ে দুইজন প্রতারককে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
চট্টগ্রাম সিটির খুলশী থানার নাসিরাবাদ এলাকা থেকে রোববার (২০ মার্চ) রাত আটটার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল হালিশহর থানার হালিশহর হাউজিংয়ের মৃত আব্দুল ছাত্তারের পুত্র মো মিনহাজ (৩৮) ও বোয়ালখালী থানার পশ্চিম চরণদ্বীপের মৃত জজ মিয়ার পুত্র মো আবু বশর (৫৫)।
র্যাব-৭ জানায়, খুলশী থানার নাসিরাবাদ এলাকায় দুইজন ব্যক্তি নিজেদেরকে র্যাবের মেজর ও পুলিশ প্রধানের ছোট ভাই হিসেবে মানুষের কাছে পরিচয় দিচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো মিনহাজ ও মো আবু বশরকে আটক করা হয়। তারা নিজেদেরকে কখনো র্যাবের মেজর ও কখনো পুলিশ প্রধানের ছোট ভাই পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে অসাধুভাবে লাভবান করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করত। মো মিনহাজ উদ্দিন ও আবু বশর ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো ও মিডিয়া কর্মীদের র্যাবের পরিচয় দিয়ে ক্ষতি করার হুমকি দিত। তারা বিভিন্ন গণ মাধ্যমকে তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার না করার জন্য ভয় দেখাত।
আটককৃতদেরকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো নূরুল আবছার।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন