বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

র‌্যাব আমাদের দেশে সন্ত্রাস বন্ধ করেছে :পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকার একটা অভ্যাস আছে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়া। তারা আমাদের র‌্যাব কর্মকর্তাদের ওপর কেন নিষেধাজ্ঞা দিয়েছে তার কোন তথ্য দেয়নি। আমরা প্রমাণ করেছি র‌্যাব আমাদের দেশে সন্ত্রাসী বন্ধ করেছে,অপরাধ কমিয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোটে প্যালেস হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সীমান্তের ভেতরে সম্প্রতি মিয়ানমারের যে গোলা পড়ছে, সেগুলো ‘ভুল করে’ পড়েছে। ওই এলাকার বর্ডারটা এমন যে কখনো কখনো এটা বোঝা মুশকিল। তো সে কারণে ওরা বলেছে যে তারা টার্গেট করে আমাদের এখানে কিছু ফেলছে না। দু-একটা যা পড়েছে (গোলা) সেগুলো বাই মিসটেক। আমরা তাদের ডেকেছি। তারা আমাদের অঙ্গীকার করেছে ভবিষ্যতে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে সংঘাত হচ্ছে সেটা মিয়ানমারের সংঘাত। তাদের ওখানে দু’দল মারামারি করছে। আর যেহেতু অনেক রোহিঙ্গা বর্ডার এলাকার নো ম্যান্স ল্যান্ডে থাকে, তার ফলে সেখানে সংঘাতের সময় কিছু গোলাগুলি হয়। 

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে রোহিঙ্গার বিষয়ে আমরা খুব স্ট্রং পজিশন নিয়েছি। আমাদের পুরো বর্ডারটা সিল করে দিয়েছি। যাতে করে একটা রোহিঙ্গাও আমাদের এদিকে ঢুকতে না পারে। 

আব্দুল মোমেন আরো বলেন, আপনারা জানেন এরই মধ্যে কিছু লোক চীন এলাকায় যাচ্ছে। আমাদের দিকে সাহস করে আসেনি। দেশে রোহিঙ্গা যারা আছে তাদেরই এখনো ফেরত পাঠাতে পারি নাই। তবে তারা চলে যাবে বলে আশা করছি।

সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন