বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

র‍্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “র‍্যাব সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণ সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে আমরা জানতে চেয়েছি। আমরা লিখিতভাবে এটা জানতে চেয়েছি, তারা আমাদের চিঠির উত্তর দেবে।”

শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর কেউ কেউ বলছেন ইউরোপীয় ইউনিয়নও নিষেধাজ্ঞা দেবে। আবার কেউ বলছেন জাতিসংঘ নিষেধাজ্ঞা দেবে। এভাবে বিষয়টি নিয়ে একটি মহল সস্তা অপপ্রচার চালাচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের যে সদস্য নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন, সেটি তার ব্যক্তিগত মতামত।

প্রসঙ্গত, ২০২১ সালের ১০ ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর। এরপরে বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে চলে তুমুল আলোচনা-সমালোচনা। শুরু হয় যুক্তরাষ্ট্রে দেশের শীর্ষ দুই রাজনৈতিক দলের লবিস্ট নিয়োগের বিষয়টি নিয়েও সমালোচনা। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন