নারায়ণগঞ্জ: ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব ১১। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হল মো. জামাল হোসেন (৪০) ও মো. সেলিম হোসেন (৩৩)। তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ তিন হাজার ৪১০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. জামাল হোসেন চাঁদপুর জেলার মতলব থানার শিগিরকান্দি এলাকার মৃত আ. রশিদের ছেলে ও মো. সেলিম হোসেন শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন ডামুড্যা এলাকার ঢালী মোশারফ হোসেনে ছেলে।
র্যাব ১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, তারা উভয়ই নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ভাড়া বাসায় থাকে এবং উভয়ই পেশাদার চাঁদাবাজ। তারা দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি দৈনিক ১৫০ টাকা থেকে ২০০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কোন দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের তাদের মারধরসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছিল।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন