নিজস্ব প্রতিবেদক: লং আইল্যান্ডে এক ব্যক্তির বিরুদ্ধে নিজ বাড়িতে বাবা মাকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় রোববার (২৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম ডিনো টমাসেটি (২৯)। যিনি হিউলেট হারবারের সিওয়ান ড্রাইভে নিজ বাড়িতে তার ৬৪ বছর বয়সী মা ভিনসেনজাকে মাথায় এবং ৬৫ বছর বয়সী বাবা রোকোকে পিছনে গুলি করে আহত করেছে। রোকো টমাসেটি ব্রুকলিন-ভিত্তিক সিমেন্ট এবং কংক্রিট কোম্পানি এম্পায়ার ট্রানজিট মিক্স ইনক এর মালিক।
পুলিশ জানায়, এ ঘটনায় আহত ওই দুজনেই সুস্থ রয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ডিনো টমাসেটি পালিয়ে যেতে চাইলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি বার্গেন কাউন্টি জেলে বন্দী রয়েছেন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন