নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে মিলন নামে মানসিক প্রতিবন্ধী সন্তানের হাতে মাকে হত্যা করে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোট গ্রামের ওয়াহেদ আলী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া মরদেহ ও হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে।
জানা গেছে, মিলন গত ২ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। দু’বার তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হলেও তার কোনো উন্নতি হয়নি। মিলনের তার বাবা প্রবাসী ছিলেন। তিনি কয়েক বছর আগে বিদেশেই মারা যান। নিহত আমেনা বেগমের সঙ্গে মিলন একই ঘরে থাকতো। সে সুবাধে রাতের কোনো এক সময় মিলন বৃদ্ধ মাকে কুপিয়ে কম্বল পেঁচিয়ে আগুন লাগিয়ে দেয়। ভোর বেলায় ঘর থেকে ধোঁয়া উড়তে দেখে আশপাশের লোকজন ঘরে ঢুকে বৃদ্ধ আমেনার পোড়া দেহ উদ্ধার করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের ছেলেকে আটক করা হয়েছে। শুনেছি সে মানসিকভাবে অসুস্থ। ময়নাতদন্তের জন্য মরদেহও উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকাশ/আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন