যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) হওয়া এ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বুন্ডি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আনাদোলুর।
তুর্কি সংবাদ সংস্থাটি বলছে, লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের বিসকাইলুস ট্রেনিং সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বুন্ডি লেখেন, ‘মাত্রই অ্যার্টনি বিল এসেলির সঙ্গে কথা হলো লস অ্যাঞ্জেলসের আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের বিস্ফোরণ নিয়ে। ’ কি কারণে এ বিস্ফোরণ হয়েছে তা নিয়ে কর্তৃপক্ষ তদন্ত করছে বলে ওই পোস্টে বলা হয়।
তিনি আরও লেখেন, ‘এফবিআই, ব্যুরো অব অ্যালকহোল, টোবাকো, ফায়ারআর্মস ও এটিএফ এজেন্টরা ঘটনাস্থলে রয়েছে। ’
স্থানীয় গণমাধ্যম দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, সকাল সাড়ে ৭টার কিছু সময় আগে এ বিস্ফোরণ হয়। একটি সূত্র গণামাধ্যমটিকে জানায়, বোম্ব স্কোয়াড বিস্ফোরক সরানোর সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন